আজ ১৭ মার্চ ২০২০। বাঙ্গালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্মশত বার্ষিকীতে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ -এর পক্ষ থেকে আজ সকাল ০৯.০০ ঘটিকায় ছাতক উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ গোলাম কবির মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি), জনাব তাপশ শীল, ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব আখলাকুর রহমান, ইউপি সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন, জনাব মাহমদ আলী, জনাব মোঃ সুরেতাজ মিয়া, ইউপি সদস্যা জনাব শোভা রাণী দাশ সহ প্রমুখ।
ছাতক উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ছাতক উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ও পুষ্পস্তবক অর্পন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS