Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কী সেবা কীভাবে পাবেন
বিস্তারিত

কী সেবা কীভাবে পাবেন

 

০১. নামজারী জমা খারীজ ও জমা একত্রী করণ

ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকার কর্তৃক নির্ধারিত ফরমে ছবিসহ আবেদনেরপ্রেক্ষিতে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন ১৯৫০ এর বিধানমতে নামজারী-জমা খারিজ-জমা একত্রিকরণ তথা রেকর্ড সংশোধন করা হয়ে থাকে। এ সেবাপাওয়ার জন্য বর্তমানে ৪৫ কার্যদিবস সময় লাগে। এজন্য খরচ পরবে ২৫০ টাকা।

০২. কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান

ভূমিহীন ব্যক্তিদের সরকার কর্তৃক নির্ধারিত ফরমে ছবিসহ আবেদনেরপ্রেক্ষিতে ১/- টাকা সেলামীতে কৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমাল অনুযায়ীবন্দোবস্ত প্রদান করা হয়ে থাকে। এর জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরেআবেদন করতে হয়। ভূমিহীন বাছাই, উপজেলা ও জেলা কমিটি অনুমোদনের জন্য ৯০ দিনসময় লাগে।

০৩. অকৃষি খাসজমি দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত প্রদানব্যক্তি বা প্রতিষ্ঠানকর্তৃক আবেদনের প্রেক্ষিতে অকৃষি খাসজমি দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত নীতিমালাঅনুযায়ী বিভিন্ন ক্যাটাগরীতে বাজার মূল্যে এ বন্দোবস্ত প্রদান করা হয়েথাকে এজন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়। সরেজমিনে তদন্ত, রেকর্ডপত্র যাচাই বাছাই এবং ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন সহ মোট ৯০ দিন সময়লাগে।

০৪. হাট বাজারে অবস্থিত চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত প্রদান

পেরি ফেরী অনুমোদিত হাট বাজার সমূহে অবস্থিত চান্দিনা ভিটি সমূহ প্রকৃতব্যবসায়ীদেরকে দখল বিবেচনা করে পরিবার প্রতি শধুমাত্র একজনকে সব্বোচ্চ০.০০৫০ একর বা আধা শতক জমি একসনা ইজারা দেয়া হয়ে থাকে। এ জন্য সহকারীকমিশনার (ভূমি) এর নিকট আবেদন করেতে হয়। সরেজমিনে তদন্ত, রেকর্ডপত্র যাচাইবাছাই এবং জেলা প্রশাসকে অনুমোদন সহ মোট ৩০ দিন সময় লাগে।

০৫. সায়রাত মহাল ব্যবস্থাপনা

সায়রাত মহাল বা হাট বাজার, সরকারী পুকুর, লেক, বালু মহাল, ফেরী ঘাটইত্যাদি বাংলা বছর শেষে দরপত্র আহবানের মাধ্যমে নির্ধারিত মেয়েদের জন্যইজারা প্রদান করা হয়ে থাকে। ইজারা প্রদানের সময়সীমা ও কার্যক্রমগ্রহনের সময়সীমা দরপত্রের সিডিউলে উল্লেখ থাকে।

০৬. রেকর্ডপত্র ও মৌজা ম্যাপ সংরক্ষন

উপজেলা ভূমি অফিসে এস এ/আর এস খতিয়ান, প্রকাশিত বি এস খতিয়ান, ও মৌজা ম্যাপ সংরক্ষন করা হয়ে থাকে।

০৭. ভূমি উন্নয়ন কর আদায়

এ উপজেলার আওতাধীন পৌর/ইউনিয়ন ভূমি অফিস সমূহ ভূমি উন্নয়ন কর আদায় করে থাকে।

  • ০৮.অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা।
  • ০৯.দেওয়ানী মোকদ্দামা তথ্য বিবরণী প্রস্তুত ও প্রেরণ।
  • ১০.রেন্ট সাটিফিকেট মোকদ্দমা পরিচালনা করা।
  • ১১.গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম।
  • ১২.আবাসন ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন।
  • ১৩.মিস মোকদ্দমা পরিচালনা করা।
  • ১৪.জরিপ কাজের তদারকি ও পরিচালনা করা।
  • ১৫.দাবিদারহীন (লা-ওয়ারীশ) সম্পত্তির ব্যবস্থাপনা।
  • ১৬.সিকস্তি-পয়স্তি জমি ব্যবস্থাপনা।
  • ১৭.এল এ কেস নিস্পত্তি করণে সহায়তা করা।
  • ১৮.জমির শ্রেণী পরীবর্তন করা।
  • ১৯.রেকর্ড সংশোধন।
  • ২০.PO-96, 98,95
  • ২১.পরিত্যক্ত ভূ-সম্পত্তি জবর দখল/ উচ্ছেদ।
  • ২২.সরকারি গাছ-গাছালি সংরক্ষণ / পুরাতন মালামাল সংরক্ষণ।