সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পূর্ব চানপুর গ্রামে ৫৯ নং তকিপুর হাউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে। প্রতিষ্ঠিতা পীর রশিদ আলী। জাতীয়করণ করা হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়ে ভবন সংখ্যা ২টি। কক্ষ সংখ্যা ৬টি।
বিদ্যালয়টি প্রথমে প্রতিষ্ঠাতার বাড়িতে ছিল। পরবর্তীতে বিদ্যালয়ের নামে কয়েকজন জমিদান করলে বিদ্যালয়টি স্থানান্তর করে বর্তমান জায়গায় নিয়ে আসা হয় । স্বনামধন্য ব্যক্তি গণ বিদ্যালয়ের নামে ৫৩ শতাংশ জমি দান করেন। বিদ্যালয়টি প্রথমে টিন সেট ছিল।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩৬১ জন ।
ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট
১ম শ্রেণী:- ৫৪ জন ৫১ জন ১০৫ জন ২য় শ্রেণী:- ৪০ জন ৪৬ জন ৮৬ জন ৩য় শ্রেণী:- ৩৮ জন, ৫৩ জন ৯১ জন ৪র্থ শ্রেণী:- ১৫ জন, ৩২ জন ৪৭ জন
৫ম শ্রেণী:- ১৪ জন ১৯ জন ৩৩ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব হাজী মো. আছলম আলী, সহ. সভাপতি জনাব পীর জুলহাস মিয়া, সদস্য সচিবুনিবেদিতা তরফদার, সদস্যা -দীপা রাণী দাস, সদস্যা-খুদেজা বেগম, সদস্য- আব্দুল হালীম, সদস্য - বিজয় দত্ত, সদস্য-মরম আলী, সদস্যা -শোভা বেগম, সদস্যা- হালিমা বেগম, সদস্যা- স্বরূপা বেগম, সদস্য- মোশাইদ আলী ঠান্ডা ।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ৯৪.৪৪% ২০০৮ - ১০০% ২০০৯ - ৭৬%
২০১০ - ৯৫% ২০১১ - ৯২%
৯২% ( ২০১১ সালে ), এ+ ০১ জন ।
২০১১ইং. সালে ১৭১ জন ছাত্র/ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে । |
২০০৮ইং সালে সমাপনী পরীক্ষায় ১০০% পাশের হার। ২টি ট্যালেন্টপুলে বৃত্তি আসে। ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। ২০১১ সনে সমাপনী পরীক্ষায় এ+ একটি ।
বিদ্যালয়টিতে লেখা পড়ার গুণগতমাণ বৃদ্ধি পাবে ও ভবিষ্যতে প্রতিষ্ঠানটি একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে।
প্রধান শিক্ষক, ৫৯ নং তকিপুর হাউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাক: গোবিন্দগঞ্জ নতুন বাজার-৩০৮৪, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ। মোবাইল নম্বর: ০১৭৩৪৪৭৭৩৭৮।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস