সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মুল্লাআতা সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয়। ছাতক উপজেলার দক্ষিণ পার্শ্বে প্রায় ১৮ কি.মি. দুরে বিদ্যালয়টি সমতল ভূমিতে অবস্থিত। |
১৯১০ইং. সনে তৎকালীন দানশীল ব্যক্তি জনাব আছলম আলী তালুকদার বিদ্যালয়ের নামে ১৩ শতাংশ ভুমি দান করেন। পরবর্তী কালে জনাব তৈমুছ আলী ২.৫০ শতাংশ ভূমি দান করেন। ১৯৭৩ ইং. সনে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয় ।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩৭০ জন ।
ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট
১ম শ্রেণী:- ৩২ জন ৩৫ জন ৬৭ জন ২য় শ্রেণী:- ৪৮ জন ৩৬ জন ৮৪ জন ৩য় শ্রেণী:- ৪৫ জন, ৫৪ জন ৯১ জন ৪র্থ শ্রেণী:- ৩৬ জন, ৩৫ জন ৭১ জন
৫ম শ্রেণী:- ১৭ জন ৪২ জন ৫৯ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মো. রুহুল আমিন, সহ. সভাপতি জনাব আবু তাহের, সদস্য সচিব -মোছা. সুরাইয়া বেগম, সদস্য মো. ছালেক, সদস্য-রহমত আলী, সদস্যা- মোছা. আম্বিয়া বেগম, সদস্য - হুমায়ুন কবির, সদস্যা-মোছা. ফাতেমা বেগম, সদস্য -চান্দ আলী, সদস্য- মো. আব্দুল করিম, সদস্যা- মোছা. শাহিনা আক্তার চৌধুরী, সদস্যা- মোছা. মরিয়ম বিবি, সদস্য- মো. আকমল উদ্দিন ।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৯৭%
২০১০ - ১০০% ২০১১ - ১০০%
১০০% ( ২০১১ সালে ), এ+ ০১ জন ।
সুবিধাভোগী ১৮২ জন, একক ১৬৪ জন, একাধিক ০৯ জন, মোট ১৭৩ জন ।
২০১১ সনে সমাপনী পরীক্ষায় এ+ একটি ।
শতভাগ ভর্তি নিশ্চিত, ঝরে পড়া রোধ ও সমাপনী পরীক্ষার ফলাফল ১০০% অব্যাহত রাখার চেষ্টা করব ।
প্রধান শিক্ষক, ৫৮ নং মুল্লাআতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাক: বুড়াইর গাঁও বাজার, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ । মোবাইল নম্বর: ০১৭১২৭৭৪২৫৮ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস