বিদ্যালয়টি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পূর্ব পীরপুর মৌজায় জালালপুর-লামা রসুলগঞ্জ রাস্তার পাশে ৯০ শতক সীমানা নিয়ে অবস্থিত। বিদ্যালটির পশ্চিম প্রান্তে শুকুরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণে স্থানীয় বাজার, পূর্ব প্রান্তে উপজেলা সংযোগ সড়ক।
পীরপুর গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান শিক্ষানুরাগী জনাব নূরুল হাসান চৌধুরীর পৃষ্ঠ পোষকতায় তার নিজ বাড়িতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে তাদের নিজস্ব স্থাবর সম্পতিতে বিদ্যালয়টি স্থাপন করেন। এলাকার সমন্বয়ে পীরপুর ও মল্লিকপুর গ্রামের শিক্ষার্থীদের মাঝে এই বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৫১৯ জন । (২০১২ইং. সন)
প্রাক্ প্রাথমিক ২৭ জন, ১ম শ্রেণী:- ১০৫ জন ২য় শ্রেণী:- ১১০ জন ৩য় শ্রেণী:- ১৩২ জন ৪র্থ শ্রেণী:- ১০৬ জন ৫ম শ্রেণী:- ৩৯ জন । |
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মো. শাহীনুর রাজা চৌধুরী, সহ. সভাপতি জনাব, রাজাউর রহমান, সদস্য সচিব-মারফত আলী, সদস্যা-মোছা. শেলী বেগম, সদস্যা-মোছা. সৈয়দুন নেছা, সদস্য-মো. আনছার আলী, সদস্য-মো. আব্দুস শহীদ(লাল), সদস্যা-মোছা. জ্যোৎস্না বেগম, সদস্যা-মোছা. খোদেজা বেগম, সদস্য-মো. গোলাম রববানী, সদস্যা-হালিমা বেগম, সদস্য-জমির উদ্দিন।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ৮৪% ২০০৮ - ১০০% ২০০৯ - ৭৪%
২০১০ - ৯৪ % ২০১১ - ১০০ %
১০০% ( ২০১১ সালে )।
২০১১ সাল ৪৭১ জনের মধ্যে সুবিধা ভোগীর সংখ্যা ২০১ জন, একক কার্ড ২০১ টি, একাধিক নাই ।
২০০৭ সালে সাধারণ বৃত্তি ১টি, যথাক্রমে ২০০৭,২০০৮,২০১০ সালে ১টি করে সাধারণ বৃত্তি লাভ করে। ২০১০সালের আন্ত:ইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন এবং ভর্তি শতভাগ ।
বিদ্যালয়ের ভৌত কাঠামোর উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় রূপান্তর করা ।
প্রধান শিক্ষক, ৬৩ নং পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাক: পীরপুর,
উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ । মোবাইল নম্বর: ০১৭১২৯৩১০৪০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস