গোবিন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের অন্তর্গত। এই বিদ্যালয়ের উত্তরে গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসা, উত্তর পূর্ব দিকে গোবিন্দগঞ্জ বহু মূখী উচ্চ বিদ্যালয় । পূর্বে গোবিন্দগঞ্জ নতুন বাজার, দক্ষিণ দিকে সিংগুয়া গ্রাম, পূর্বে ভটের খাল অবস্থিত। বিদ্যালয়ের কিছু অদূরে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ হওয়ায় এই এলাকায় অধিকাংশ জনগণ শিক্ষা সম্পর্কে সচেতন বিধায় এখানে ভর্তির হার ১০০% এবং ঝরে পড়া খুবই কম।
গোবিন্দনগর গ্রামটি ঐতিহ্যবাহী, এ গ্রামে অনেক শিক্ষিত, ব্যবসায়ী ও চাকুরীজীবি আছেন। এই বিদ্যালয়ের পূর্ব দিকে সুরমা নদীর শাখা ভটের খাল অবস্থিত। বিগত ২০০৪ সারের ভাঙ্গনে বিদ্যালয়ের খেলার মাঠ, শৌচাগার, টিউবওয়েল বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে ছাত্র/ছাত্রীরা লেখা পড়ার সুষ্ঠু পরিবেশ না পাওয়ায় এস.এম. সি ও এলাকার সচেতন অভিভাবকসহ নদী ভাঙ্গন থেকে দূরে বিদ্যালয় স্থানান্তরের জন্য নতুন জায়গা নির্ধারিত করেন । এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। |
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৫০৯ জন । (২০১২ইং. সন)
ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট প্রাক প্রাথমিক ২৫ জন,১ম শ্রেণী:- ৫২ + ৫৮ = ১১০ জন,২য় শ্রেণী:-৩৬+৬৩=৯৯জন
৩য় শ্রেণী:- ৫৯ + ৬৪ = ১২৩ জন,৪র্থ শ্রেণী:-৩২+৪৯=৮১জন
৫ম শ্রেণী:- ৩১ + ৪০ = ৭১জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মুজিবুর রহমান, সহ. সভাপতি জনাব, মো. আরশ আলী, সদস্য সচিব-প্রতিমা রায়, সদস্য-মো. আব্দুর রহিম, সদস্যা-সুলতানা বেগম, সদস্য-মো. চাঁন মিয়া, সদস্য-শামীম আলম, সদস্যা-সুলতানা বেগম বাণী, সদস্য-মতি মেহের চৌধুরী, সদস্য-মো. আব্দুল হেকিম।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৯৭.১৪%
২০১০ - ৯৭.০৫ % ২০১১ - ৯৭.৫ %
মোট ছাত্র/ছাত্রী ৫০৬ জন, সুবিধাভোগীর সংখ্যা ২৪৪ জন, পরিবার একক ১৭৫টি, একাধিক ৩৪ টি । মোট ২০৯ টি ।
২০০৭ সালে বৃত্তি ২টি সাধারণ, ২০০৮ সালে ট্যালেন্ড ১টি, ২০০৯ সালে ট্যালেন্ট ০৩টি ও সাধারণ ০১টি, ২০১০ সালে সাধারণ বৃত্তি ১টি।
আদর্শ বিদ্যালয় হিসাবে এবিদ্যালয়টিকে গড়ে তোলাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা।
প্রধান শিক্ষক, গোবিন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাক: গোবিন্দগঞ্জ নয়া বাজার,
উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ । মোবাইল নম্বর: ০১৭৫৮২৫৯০৭৮।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস