সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব দক্ষিনে বটের খাল নদী, নদীর পাশে বিনদপুর এবং গৌরনগর গ্রাম। বিদ্যালয়টি মনোরম পরিবেশ এবং ছাতক উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল।
বিদ্যালয়টি লন্ডন প্রবাসী জনাব সাজ্জাদুর রহমান এর উদ্যোগে ০১/০১১৯৮০ইং, সনে তাঁর বাড়িতে কিছু সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে চালু হয় । ১৭/০৩/১৯৮২ইং. বিদ্যালয়টি রেজিষ্টেশন প্রাপ্ত হয় (৭৬/৩জি) বর্তমানে বিদ্যালয়টি নিজস্ব জায়গায় মনোরম পরিবেশে একটি আধাপাকা টিনসেট বিন্ডিং-এ ১৫৫ জন ছাত্র/ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৫৫ জন (২০১২ সাল ) ।
১ম শ্রেণী - ৩৮ জন, ২য় শ্রেণী-৩৬ জন, ৩য় শ্রেণী-৩৮ জন,
৪র্থ শ্রেণী-২৩ জন, ৫ম শ্রেণী- ২০ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মো. আজিজুর রহমান, সহ. সভাপতি আব্দুল আজিজ চৌধুরী, সদস্য সচিব -মো. নূরুল হক, সদস্য-তৌফিক মিয়া খান, সদস্যা-রীনা বেগম, সদস্য- লুৎফুর রহমান, সদস্য - রফিকুল ইসলাম, সদস্যা-সাফিয়া বেগম, সদস্য -মোস্তাফিজুর রহমান , সদস্যা- নেহার বেগম, সদস্যা- শেফালী বেগম,
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ২৭%
২০১০ - ১০০% ২০১১ - ৯৫%
৯৫% ( ২০১১ সালে )
৫০% হারে ৮০টি পরিবার একক ।
২০১১ সালে বিতরণকৃত টাকার পরিমাণ ৮৭,৬০০/- (সাতাশি হাজার ছয়শত টাকা) ।
বিদ্যালয় ক্ভর্তির হার শতভাগ ।
বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার সকল শিশুকে শতভাগ ভর্তির হার ধরে রাখা ও ঝরে পড়ার হার রোধ করা ।
প্রধান শিক্ষক, ১২৮ নং লক্ষীপুর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ডাক: গোবিন্দগঞ্জ নয়া বাজার, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ । মোবাইল নম্বর: ০১৭১২৩৩০৫৯৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস