সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের অন্তর্গত বিলপার সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। উক্ত বিদ্যালয়টি ছাতক উপজেলা থেকে ২০ কিলোমিটার দুরে অবস্থিত । বিদ্যালয়ে ২টি ভবন আছে । ১টি টিন সেডের ব্যবহার যোগ্য নয় । নতুন ভবন পাকা একটি ০৩ কক্ষ বিশিষ্ট । ০১ টি অফিস কক্ষ, ০১ টি নলকূপ আছে, শৌচাগার ব্যবহার যোগ্য ০১ টি । বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ দ্বারা পরিবেশিষ্ট । বিদ্যালয়ের সামনে ফুলের বাগান আছে । ছোট ০১ টি মাঠ আছে । বিদ্যালয়ের মাঠ অনেক নিচু। বিদ্যালয়ে কোন সীমা প্রাচীর নেই ।
দাতা মো. ছোয়াব আলী বিদ্যালয়ের নামে ৩২ শতাংশ জমি দান করেন। সরকারী করণ হয় ১৯৭৩ সালে ।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৭৫ জন।
১ম শ্রেণী - ৩৪ জন, ২য় শ্রেণী-৩৭ জন, ৩য় শ্রেণী-৪২ জন,
৪র্থ শ্রেণী-৩৫ জন, ৫ম শ্রেণী- ২৭ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব দুলু মিয়া, সহ. সভাপতি আমিনা বেগম, সদস্য সচিব -নাদিরা পারভীন, শিক্ষানুরাগী পুরুষ-সমুজ আলী, শিক্ষানুরাগী মহিলা-সাহানারা বেগম, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক রোশনা বেগম, শিক্ষক প্রতিনিধি-নুসাইবা সুলতানা, ওয়ার্ড মেম্বার-আব্দুর রউফ, মেধাবী ছাত্র অভিভাবক-নিধু রঞ্জন দাশ, অভিভাবক-ওয়াছির আলী, মহিলা সদস্য-সাবানা বেগম, দাতা সদস্য-ছমির উদ্দিন ।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ১০০%
২০১০ - ১০০% ২০১১ - ১০০%
১০০%, এ = ৫ জন, এ- = ৭ জন, বি = ৬ জন, সি = ২ জন ।
মোট শিক্ষার্থী ১৮৩ জন । সুবিধা ভোগী-৯২ জন , বালক-৩৬ জন, বালিকা-৫৬ জন ।
সমাপনী পরীক্ষায় ১০০% জন ।
এ বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। প্রতি বছর সমাপনী পরীক্ষায় ফলাফল ১০০% অব্যাহত রাখার চেষ্টা করব ।
প্রধান শিক্ষক, ৬৬ নং বিলপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাক: গোবিন্দগঞ্জ নয়া বাজার, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ । মোবাইল নম্বর: ০১৭২০২৬০৩৪৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস