সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোয়াশপুর গ্রামে এ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে ০৩টি শ্রেণী কক্ষ, ০১টি অফিস কক্ষসহ ১টি পাকা ভবন রয়েছে। এছাড়া ১টি টিউবওয়েল ও ২টি টয়লেট রয়েছে।
বিদ্যালয়টি ১৯৬১ সালে স্থানীয় ১টি বাড়িতে চালু হয়। এবং পরবর্তিতে স্থানীয় জনগণের সহায়তায় কাঁচা ঘর তৈরী হয় এবং পরবর্তীতে কাঁচা ঘরটি ঝড়ে বিধ্বস্ত হলে স্থানীয় জনগণের সাহায্যের ভিত্তিতে আবার ঘরটি তৈরী করা হয়। ১৯৭২ সালে বিদ্যালয়টি জাতীয় করণ হয় । বর্তমানে ৪টি কক্ষের ০১টি পাকা ভবন আছে।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৮৩ জন (২০১২ সাল ) ।
১ম শ্রেণীু ২৮+২৪=৫২ জন, ২য় শ্রেণী-২৬+২০=৪৬ জন,
৩য় শ্রেণী-২২+১৫=৩৭ জন, ৪র্থ শ্রেণী-২০+১৩=৩৩ জন,
৫ম শ্রেণী- ৬+৯=১৫ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মো. মকবুল হোসেন ফারুকী, সহ. সভাপতি জনাব, মো. সুন্দর আলী, সদস্য সচিব-চামেলী রাণী মালাকার, সদস্য-রফিকুল ইসলাম, সদস্য-আব্দুল জলিল, সদস্য- আলতাব আলী, সদস্য-ইয়াছমিন বেগম, সদস্যা-জ্যোৎস্না বেগম, সদস্য-প্রতিভা রাণী দাশ, সদস্য-মখলিছুর রহমান, সদস্য-নজরুল হক, সদস্য- জমির হোসেন ।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ৮০% ২০০৮ - ৬২% ২০০৯ - ৫৪%
২০১০ - ৭৩% ২০১১ - ১০০%
১০০% ( ২০১১ সালে )
মোট শিক্ষার্থী ১৮৮ জন। শিক্ষা বৃত্তি পায় ৮৩ জন ।
বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র এলাকার প্রাথমিক শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে এখন দেশ ও বিদেশে শিক্ষা লাভ করছে ও পেশার সাথে জড়িত আছেন ।
পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়ে রূপান্তর করা।
প্রধান শিক্ষক, গোয়াশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাক: পীরপুর বাজার,
উপজেলা: ছাতক, জেলা:সুনামগঞ্জ। মোবাইল নম্বর: ০১৭২০০৩৭৩১৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস