কলেজটি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে অত্যমত্ম মনোরম পরিবেশে ফলজ, বনজ ও ঔষধি গাছে বেষ্টিত গোবিন্দগঞ্জ পয়েন্টের সন্নিকটে গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত।
১৭৭২ সালে স্থানীয় সংসদ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র এলাকায় একটি কলেজের খুবই প্রয়োজন বোধ করায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি কলেজ প্রতিষ্টার উদ্যোগ গ্রহণ করেন। প্রথমে বাঁশ পালা দিয়ে একটি ঘর নিমার্ণের মধ্য দিয়ে কলেজের কার্যক্রম শুরম্ন হয়। উক্ত এলাকার সকলের ইচ্ছা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য জনাব আব্দুল হকের নামে কলেজের নাম রাখা হয়-গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ।
১১৫৯ জন।
একাদশ :- ৩৪২ জন। দ্বাদশ :- ৪৬৬ জন।
স্নাতক :- ১ম বর্ষ : ১৮৮ জন, ২য় বর্ষ : ৯১ জন, ৩য় বর্ষ : ৭২ জন।
সভাপতি জনাব মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য, সুনামগঞ্জ-০৫।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে নিয়মিত পরিচালনা কমিটি গঠিত।
উচ্চ মাধ্যমিক স্নাতক (পাস )
২০০৭ : ৪৮.৯৬% ২০০৫ : ৫৩.৩৩%
২০০৮ : ৫০.৫৯% ২০০৬ : ৬১.৯১%
২০০৯ : ৪৯.৮৯% ২০০৭ : ২৩.৩৩%
২০১০ : ৬৪.৬১% ২০০৮ : ৬৮.৬৩%
২০১১ : ৪৬.৭১% ২০০৯ : ৬৯.৭০%
একাদশ (২০১১-১২) ৭২ জন, দ্বাদশ (২০১০-১১) ৬৬ জন।
ডিগ্রি স্তরে উন্নীতকরণ। এইচ.এস.সি. ও ডিগ্রি পরীক্ষা কেন্দ্র
অনার্স ও মাষ্টার কোর্স চালু করণ।
অধ্যক্ষ,
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ
গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ।
মোবাইল:-
ইমেইল :-ggonjahscollege@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস