বিদ্যালয়টি গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নের সিলেট সুনামগঞ্জ মহা সড়কের পাশে জালালপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে মনোরম পরিবেশ বিরাজিত এবং ছাতক উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল ।
বিদ্যালয়টি ০৮ (আট) শতক জায়গার উপরে মরহুম ইলিমুল্লা গং এর উদ্যোগে ১৯১২ইং. সনে তার বাড়িতে একটি টিনসেট করে কিছু সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম চালূ করেন। যা পরবর্তীতে জাতীয়করণ করা হয়। ২০১১ইং. সনে বিদ্যালয়টি পূন:নির্মাণ হয় ।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৪২৪ জন (২০১২ সাল ) ।
১ম শ্রেণী-১০৮ জন, ২য় শ্রেণী-৯৫ জন,
৩য় শ্রেণী-৯২ জন, ৪র্থ শ্রেণী-৭৯ জন,
৫ম শ্রেণী- ৫০ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মো. শামছুদ্দিন, সহ. সভাপতি জনাব, মো. রইছ আলী, সদস্য সচিব মো. আব্দুল খালিক, সদস্য, মোছা আছমা বেগম, সদস্য মো. আব্দুল মতিন, সদস্য, মো. কামাল উদ্দিন চৌধুরী, সদস্য-মো. শামছুল হক, সদস্যা, মোছা. ফুলমতি আলাল, সদস্য-মো. গৌছ্ উদ্দিন, সদস্য-মনোয়ারা বেগম, সদস্য মোছা. ছাবিয়া খাতুন, সদস্য- মোছা. সুলতানা আক্তার ।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ৭৬% ২০০৮ - ৮৩% ২০০৯ - ৮০%
২০১০ - ৯৪% ২০১১ - ১০০%
১০০% ( ২০১১ সালে )
৫০% হারে ১৯৯টি একক পরিবার, ২০১১ইং. সনের বিতরণকৃত টাকার পরিমাণ-১৯০,৭০০/- (এক লক্ষ নববই হাজার সাত শত) টাকা মাত্র ।
ভর্তির হার শতভাগ।
বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার সকল শিশুকে শতভাগ ভর্তি হার ধরে রাখা ও ঝরে পড়ার হার রোধ করা।
প্রধান শিক্ষক, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,
উপজেলা: ছাতক, জেলা:সুনামগঞ্জ। মোবাইল নম্বর: ০১৭২৬২৪১৯৭৬।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস