বিদ্যালয়টি ৫৫ শতক জায়গা নিয়ে এর অবস্থান বিদ্যালয়ে ১টি পাকা ভবন আছে। ভবনটির ৩টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ রয়েছে। বিদ্যালয়ের সামনে ১টি সুন্দর মাঠ রয়েছে।
হাজী রশিদ আলী, মৃত কারী আব্দুল ওহাব, আবদুল হামিদ ও প্রামের সচেতন কিছু ব্যক্তি মিলিত হয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। দশঘরের পূর্ব নাম ছিল রামনগর। বর্তমানে গ্রামের নাম অনুসারে দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ হয়।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৯৭ জন (শিশু শ্রেণী সহ) ।
ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট
শিশু শ্রেণী ১১ জন ২১ জন ৩২ জন ১ম শ্রেণী:- ২৪ জন ১৮ জন ৪২ জন ২য় শ্রেণী:- ১৭ জন ১৩ জন ৩০ জন ৩য় শ্রেণী:- ২৩ জন, ১৭ জন ৪০ জন ৪র্থ শ্রেণী:- ১৮ জন, ১৯ জন ৩৭ জন ৫ম শ্রেণী:-০৬ জন ১০ জন ১৬ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মো. মশরফ আলী, সহ. সভাপতি জনাব,মো. উস্তার আলী, সদস্য সচিব-জয়ন্তি রাণী দেবনাথ, সদস্য-লুৎফুর রহমান, সদস্য-মো. নূরুল ইসলাম, সদস্য-নাসির উদ্দিন, সদস্য- হাজী চুনু মিয়া, সদস্য-মো. নোমান আহমদ, সদস্যা-মোছা. আছমা বেগম, সদস্য-হনুফা বেগম, সদস্য-মোছা. সিরাজুন নেছা, সদস্য হুনিয়ারা বেগম ।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ৯৩% ২০০৮ - ৫৫% ২০০৯ - ৭৩%
২০১০ - ৯৩ % ২০১১ - ৮৪ %
৮৪% ( ২০১১ সালে )। |
একক ৬৯ টি কার্ড । একাধিক নাই ।
ঝড়ে পড়া রোধ ।
বিদ্যালয়ের পরিবেশকে আরও আকর্ষনীয় ও মডেল বিদ্যালয় রূপে গড়ে তোলা।
প্রধান শিক্ষক, ৬০ নং দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাক: গোবিন্দগঞ্জ নতুন বাজার, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ । মোবাইল নম্বর: ০১৭৫২১৩১৫২৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস