বেরাজপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৪৩ শতাংশ এর মধ্যে ভবন ২টি, চারকক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন আছে। দুই কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ভবন আছে । দুই কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ভবন অকেজো অবস্থায় আছে । একটি ব্যবহার উপযোগী টিউবওয়েল আছে । দুইটি শৌচাগার আছে। একটি বালক, অপরটি বালিকাদের জন্য । একটি ফুলের বাগান আছে। ছোট একটি খেলার মাঠ আছে । বিদ্যালয়ের উন্নয়নের জন্য জনগনের অংশ গ্রহণ মোটামুটি ভালো। ছাত্র/ছাত্রীর ইউনিফরম ১০০%। শিক্ষার্থীদের তুলনা্য় প্রয়োজনীয় ডেক্স-বেঞ্চ না থাকায় পাঠ দানে অনেক অসুবিধা হয় । ভর্তি শতভাগ, মোট ঝরে পড়ার হার ৫%। মোট পরিবার ১৮৫ ।
বেরাজপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামে অবস্থিত, বিদ্যালয়ের প্রতিষ্ঠাদাতা গণ হলেন ১। মৃত ইউনুছ মিয়া, ২। হাজী মো. আ. গণি, ও ৩। নূরুল ইসলাম । বিদ্যালয়টিকে সাময়িক ভাবে রেজিষ্ট্রেশন প্রদান করা হয় ০২/০৩/১৯৯৪ইং. তারিখে এবং স্থায়ী রেজিষ্ট্রেশন প্রদান করা হয় ২৬/০৪/২০০৫ইং তারিখে। উক্ত এলাকায় কোন সামাজিক প্রতিষ্ঠান না থাকায় সামাজিক সেবার কোন সুযোগ নেই। আর্থ সামাজিক অবস্থা তেমন উন্নত নয়। কেহ দিন মজুর কেহ বা জেলে ।
বালক ১২১জন, বালিকা ১২৪ জন । মোট ২৪৫ জন।
১ম শ্রেণী - ৬২ জন, ২য় শ্রেণী-৪২ জন, ৩য় শ্রেণী-৫৮ জন,
৪র্থ শ্রেণী-৫৫ জন, ৫ম শ্রেণী- ২৮ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব লালা মিয়া, সহ. সভাপতি আপ্তাব আলী, সদস্য সচিব -মো. মানিক মিয়া, সদস্য-ইসমাইল মিয়া, সদস্য -হাজী আ. কদ্দুছ, সদস্য -সফিক মিয়া, সদস্যা- সুফিয়া বেগম, সদস্যা- আকলিমা বেগম, সদস্যা -নেহার বেগম, সদস্যা -সজ্জারুন নেছা, সদস্য -ইছরাক মিয়া, সদস্য- মাও আ. হালিম ।
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ১০০%
২০১০ - ১০০% ২০১১ - ১০০%
২০১১ সালে ১০০% ।
মোট শিক্ষার্থী ১০৬ জন । বালিকা-৫৫ জন ।
বিগত ০৫ বছর যাবত সমাপনী পরীক্ষার ফলাফল ১০০%।
শতভাগ ভর্তি নিশ্চিত করা এবং বার্ষিক ও সমাপনী পরীক্ষার ফলাফল শতভাগ নিশ্চিত করা
প্রধান শিক্ষক, বেরাজপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়, ডাক: গোবিন্দগঞ্জ নয়া বাজার, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ । মোবাইল নম্বর: ০১৭১৬৯৩১৯৪১ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস