বিদ্যালয়টি গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নের সিলেট সুনামগঞ্জ মহা সড়কের পাশে জালালপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে মনোরম পরিবেশ বিরাজিত এবং ছাতক উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল ।
বিদ্যালয়টি মরহুম আবুল খয়ের ও আবু নছর চৌধুরী গং এর উদ্যোগে ১৯৭২ইং সনে টিনসেট ঘরে হাসপাতালের পাশে কিছু সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম চালু করেন। যা পরবর্তীতে জাতীয়করণ করা হয়।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩৫৭ জন (২০১২ সাল ) ।
১ম শ্রেণী-৬০ জন, ২য় শ্রেণী-৭১ জন,
৩য় শ্রেণী-৯২ জন, ৪র্থ শ্রেণী-৭১ জন,
৫ম শ্রেণী- ৬৩ জন ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব সৈয়দ ইউসুফুল হোসেন, সহ. সভাপতি-জনাব মুহিবুল ইসলাম, সদস্য সচিব আম্বিয়া খাতুন, সদস্য-হাজী সিরাজ আলী, সদস্য-মোহসেনা আক্তার চৌধুরী, সদস্য-সোহরাব হোসেন, সদস্য-ফজলূল হক, সদস্য-ফয়জুল বারী চৌধুরী, সদস্য-শামছুল হক, সদস্য-জাহির আলী, সদস্য-রাসনা বেগম, সদস্য-মনি দাস। |
সাল পাশের হার সাল পাশের হার সাল পাশের হার
২০০৭ - ৬৭.৭৪% ২০০৮ - ৮৯.১৩% ২০০৯ - ৫০%
২০১০ - ৯৫.২৩% ২০১১ - ৯৬.৪৯%
৯৬.৪৯% ( ২০১১ সালে )
৫০% হারে ১৯৩টি একক পরিবার । |
১০০% ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ করা।
বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার সকল শিশুকে শতভাগ ভর্তি হার ধরে রাখা ও ঝরে পড়ার হার রোধ করা।
প্রধান শিক্ষক, নূতন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়,
উপজেলা: ছাতক, জেলা:সুনামগঞ্জ। মোবাইল নম্বর: ০১৭৫১২৮৫৭৪১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস