Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ছাতকে আশ্রয়ন-২ প্রকল্পের ভূমি সীমানা চিহৃিত নির্মিত হবে ২৬ ঠিকানাহীন পরিবারের বসতঘর
বিস্তারিত

ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও বাজারস্থ পীরপুর ভূমি অফিস সংলগ্ন অনুমোদিত আশ্রয়ন-২ প্রকল্পের ভূমি সীমানা চিহৃিত করা হয়েছে। পূর্ব খাড়াই মৌজার ১৭৯ জেএল স্থিত ১নং খাস খতিয়ানভূক্ত ১৪৮ দাগে ১.৬৮ একর ভূমিতে আশ্রয়ন-২ প্রকল্পের অনুমোদিত গুচ্ছ গ্রামের দ্রম্নত কার্যক্রম অব্যাহত থাকবে। এতে নির্মান করা হবে ২৬টি অসহায় হতদরিদ্র পরিবারের বসতঘর।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রধান মন্ত্রীর ঘোষিত ‘‘সবার জন্য বাসস্থান’’ নিশ্চিত করার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আশ্রয়ন-২ এ প্রকল্পের সীমানা চিহৃিত করেন উপজেলা নির্বাহী অফিসার নাছির উলস্নাহ খান। এসময় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্পের চেয়ারম্যান আখলাকুর রহমান, উপজেলা সমবায় অফিসার বিজিৎ রঞ্জন কর, পরিসংখ্যান অফিসার মনিরম্নজ্জামান খান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শাহীন আলম ও আনোয়ার হোসেন, ইউপির পীরপুর ভূমি অফিসের সহকারি কর্মকর্তা বিধান চন্দ্র দাস, উপ-সহকারি কর্মকর্তা দেলোয়ার হোসেন কাজি, থানার এসআই আবদুল ওয়াহিদ, উপজেলা ভূমি অফিসের চেইনম্যান আবদুল হাই ও ফারম্নক আহমদ, উত্তর খুরমা ইউপি সাবেক চেয়ারম্যান ফজর আলী, মুক্তিযোদ্ধা শুকুর আলী, কাজি মাওলানা আবদুস সামাদ, শাহ মোহাম্মদ আলী মুজিব, এসএম দিলওয়ার হোসেন চয়ন, আজমান আলী, প্রবাসী আবদুল মতিন, ব্যবসায়ি নজরম্নল ইসলাম, সৈয়দুর রহমান, জয়নাল আবেদীন, আবদুল আমিন, চেরাগ আলী, বাতির আলী, হিরন মিয়া, ইউপি পীরপুর ভুমি অফিস সহায়ক ছাবিবর হোসেন ও গিয়াস উদ্দিন, সাঞ্জব আলী, আবদুর রহিম, ইউপি প্যানেল চেয়ারম্যান শামছুল হক, ইউপি সদস্য সুরেতাজ মিয়া, আলকাব আলী, মাহমুদ আলী ও কাজি রেহেনা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ লোকজন উপস্থিত ছিলে

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/02/2018
আর্কাইভ তারিখ
31/05/2018