Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দক্ষিণ কোরিয়া চাকরির অনলাইন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ২০১৯
বিস্তারিত
আবার এসেছে সরকারি ভাবে অল্প খরচে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়, দক্ষিণ কোরিয়া লটারি- ২০১৯। এ বছর দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কোরিয়া ডিভি লটারি সার্কুলার ২০১৯ ঘোষণা করা হবে মার্চ মাসের প্রথম অংশে। গত বছর বাংলাদেশ থেকে আবেদন করেছিল ১ লক্ষ ৫০ হাজার প্রার্থী, যার মধ্য থেকে কোরিয়া লটারি রেজাল্ট প্রকাশিত হবার পরে প্রাথমিক ভাবে লটারিতে বিজয়ী ঘোষণা করা হয় ৮৪০০ জন কে। এ বছর অল্প কিছু দিনের মধ্যে পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু হবে, এ ক্ষেত্রে #গোবিন্দগঞ্জ_সৈদেরগাঁও_ইউনিয়ন_ডিজিটাল_সেন্টার আপনাদের পাশে রয়েছে, নির্ভুল ভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য।

আবেদনের যোগ্যতা ও নিয়মাবলি:
-----------------------------

* বয়স ১৮-৩৯ বছর এর মধ্যে হতে হবে।
* রাষ্ট্রীয় নির্দেশে কারাদণ্ড বা কঠিন শাস্তি হয়নি ।
* ইপিএস আওতায় দক্ষিণ কোরিয়া গমনের জন্য কোরীয় ইমিগ্রেশন
কর্তৃক ভিসা / সিসিভিআই রিজেক্ট হয়নি।
* পূর্বে দক্ষিণ কোরিয়া অবৈধভাবে অবস্থান করেনি, কোরিয়া হতে
ফেরত পাঠানো হয়নি।
* দক্ষিণ কোরিয়া অবস্থান কালে যে কোনো অপবাদে জেল বা
শাস্তি ও জরিমানা প্রাপ্ত হয়নি।
* ই-৯/১০ ভিসায় দক্ষিণ কোরিয়ায় সর্বমোট ৫ বছরের বেশি অবস্থান করেনি।
* যাদের উপর বিদেশ যাত্রায় বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই।
* যাদের কালার ব্লাইন্ডনেস ও কালার উইকনেস নেই।
* যাদের মেশিন রিডেবল পাসপোর্ট রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.boesl.gov.bd এবং নির্ভুল ভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে চলে আসুন আপনাদের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে।

প্রয়োজনে-
মোঃ সুজেল মিয়া, উদ্যোক্তা
এজেন্ট- ব্যাংক এশিয়া, বিজয়, এবং একশপ
১১ নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টার
গোবিন্দগঞ্জ নতুন বাজার, ছাতক, সুনামগঞ্জ।
মোবাইল-
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/03/2019
আর্কাইভ তারিখ
30/04/2019